ucbcml
(+8802) 955 8481
  • Home
  • About us
      • About Us

      • Company Profile
      • Vision, Mission & Core Values
      • News Updates
      • Career Opportunities
      • Gallery
      • Corporate Governance

      • Board of Directors
      • Management Team
  • Investor's Corner
    • Individual Account

      Corporate Account

      Institutional Account

      Imperial Account

      Account Opening Process/Form

        Foreign Investors

      • Investment Process
      • Foreign Currency Rule
      • Liquidity Management
      • Account Opening
      • Fees and Charges
      • IPO Investment
      • Tax Impact
      • Settlement Procedure
  • Our Service
  • Research
      • Overview
      • Research Team
      • Daily News Snippet
      • Daily Market Update
      • Weekly Market Update
      • Weekly Mutual Fund Update
      • Macroeconomic Review
      • Equity Coverage
      • IPO Note
      • Industry Coverage
      • Others
  • Important Links
  • Contact Us
  • ClientPanel

News & Update

  • Home
  • About
  • News & Update

2018-01-16 | ঊর্ধ্বমুখি প্রবণতায় শেষ হয়েছে লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। দুই স্টক এক্সচেঞ্জেই দর বেড়েছে অধিকাংশ সিকিউরিটিজের।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭০ দশমিক ৯৫ পয়েন্ট বা ১ দশমিক ১৭ শতাংশ বেড়ে ৬ হাজার ১২৮ দশমিক ৮১ পয়েন্টে উন্নীত হয়। ২২ দশমিক ২১ পয়েন্ট বা দশমিক ৯৯ শতাংশ বেড়ে ২ হাজার ২৪৭ দশমিক শূন্য ৮ পয়েন্টে উঠেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস৩০। আর ১৩ দশমিক ৫২ পয়েন্ট বা দশমিক ৯৮ শতাংশ বেড়ে ১ হাজার ৩৮৯ দশমিক ৯১ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।

সারা দিনে ডিএসইতে ১১ কোটি ৩৩ লাখ ৬৫ হাজার ৯২১টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৩৮৮ কোটি ৭০ লাখ ৩২ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৪০৬ কোটি ১৪ লাখ ৩৪ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ২৪১টির, কমেছে ৫০টির ও অপরিবর্তিত ছিল ৪৩টির বাজারদর।

এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৯৪ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৪০৪ দশমিক ৯৯ পয়েন্টে উন্নীত হয়। এদিকে ৮৬ দশমিক ৯ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৯৬২ দশমিক ৬৪ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ২৮ কোটি ৫৫ লাখ ৮০ হাজার ১১১ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ১৭ কোটি ৭১ লাখ ৮৭ হাজার ৪১৫ টাকা। এদিন লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৫৭টির, কমেছে ৫৫টির ও অপরিবর্তিত ছিল ১৭টির বাজারদর।

http://bonikbarta.net/bangla/news/2018-01-16/144932/%E0%A6%8A%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AE%E0%A7%81%E0%A6%96%E0%A6%BF-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%A3%E0%A6%A4%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7-%E0%A6%B9%E0%A7%9F%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8%E0%A6%A6%E0%A7%87%E0%A6%A8/

 

2017-08-22 | কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়াই বায়ার্স ক্রেডিটে ব্যাংক গ্যারান্টি

কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়াই বায়ার্স ক্রেডিটে ব্যাংক গ্যারান্টি

কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়াই বায়ার্স ক্রেডিটে ব্যাংক গ্যারান্টি

কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়াই বায়ার্স ক্রেডিটে ব্যাংক গ্যারান্টি

বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই স্বল্পমেয়াদের বায়ার্স ক্রেডিটে ব্যাংক গ্যারান্টি প্রদানের সুযোগ দেয়া হয়েছে। এখন থেকে বিভিন্ন ব্যাংক আমদানিকারকের নিজস্ব শিল্পপ্রতিষ্ঠানে ব্যবহারের জন্য কাঁচামাল আমদানিতে ১৮০ দিন পর্যন্ত বায়ার্স ক্রেডিটে গ্যারান্টি প্রদান করতে পারবে। গতকাল বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনটি অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

বৈদেশিক মুদ্রানীতি বিভাগের উপমহাব্যবস্থাপক মো. আব্দুল মান্নান স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিল্পে ব্যবহূত কাঁচামাল আমদানিতে ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফিন্যান্স করপোরেশনের (আইআইটিএফসি) অনুকূলে বিভিন্ন ব্যাংক স্বল্পমেয়াদে গ্যারান্টি ইস্যু করতে পারবে। এ জন্য বাংলাদেশ ব্যাংকের কোনো অনুমোদনের প্রয়োজন হবে না। তবে ব্যাংকগুলোকে অবশ্যই ঋণ নিয়মাচার যথাযথভাবে পরিপালন করতে হবে। এক্ষেত্রে একক গ্রাহক ঋণসীমা কোনো অবস্থাতেই অতিক্রম করে অর্থায়ন করা যাবে না। প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, যেকোনো প্রয়োজনে বাংলাদেশ ব্যাংক এ ধরনের বায়ার্স ক্রেডিটের তথ্য চাইলে ব্যাংকগুলোকে আমদানির বিল অব এন্ট্রিসহ সংশ্লিষ্ট কাগজপত্র জমা দিতে হবে।

বায়ার্স ক্রেডিট হলো একটি দেশের আমদানিকারকের বিদেশী কোনো প্রতিষ্ঠান থেকে বৈদেশিক মুদ্রায় নেয়া ঋণ। এ ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের আমদানিকারকরা মূলধনী যন্ত্রপাতি (ক্যাপিটাল মেশিনারি) আমদানির ক্ষেত্রে স্থানীয় ব্যাংকের গ্যারান্টি সাপেক্ষে বিদেশী কোনো প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে ওই পণ্য আমদানি করতে পারবেন। এক্ষেত্রে সুদহার হবে সর্বোচ্চ ৬ শতাংশ।

বিদেশী অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান রয়েছে, যারা এ ধরনের বিনিয়োগের জন্য বাংলাদেশকে প্রস্তাব দেয়। তবে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নিজস্ব শিল্পপ্রতিষ্ঠানে ব্যবহারের লক্ষ্যে কাঁচামাল আমদানির প্রস্তাব খুব বেশি দেখা যায় না। তবে আইআইটিএফসির মতো কিছু প্রতিষ্ঠান এ সুবিধা দেয়ার প্রস্তাব দিয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে শিল্পপ্রতিষ্ঠানের স্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বর্তমানে জেপি মরগান, আইএফসি, আইডিবি, এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশের আমদানিকারকদের বায়ার্স ক্রেডিট দিচ্ছে।

২০১২ সালের ফেব্রুয়ারিতে বায়ার্স ক্রেডিট গ্রহণের ব্যবস্থা চালু করে একটি পরিপত্র জারি করে বাংলাদেশ ব্যাংক। সেই থেকে দেশের উদ্যোক্তারা মূলধনী যন্ত্রপাতি, শিল্পের কাঁচামাল ইত্যাদি আমদানিতে এ ঋণ গ্রহণ করে আসছে।

সংশ্লিষ্টদের মতে, বিশ্বের বিভিন্ন দেশে বায়ার্স ক্রেডিট ব্যবস্থা চালু আছে। তবে এর সুদহার অনেক কম। কারণ বিশ্বের অনেক দেশ রয়েছে, যাদের উদ্বৃত্ত তারল্য বিনিয়োগের ব্যবস্থা নেই। ওইসব দেশ বায়ার্স ক্রেডিট দিয়ে থাকে। বাংলাদেশ অবশ্যই এ সুবিধা নিতে পারে। কিন্তু সেক্ষেত্রে সুদের হারের বিষয়ে সতর্ক হওয়া উচিত। একইসঙ্গে কী পরিমাণ ঋণ আসছে, তারও স্পষ্ট পরিসংখ্যান থাকা প্রয়োজন।

 

2017-03-20 | শেয়ার বাজারে বিনিয়োগকারীদের জন্য শিক্ষামূলক কার্যক্রম - বিএসইসি

      শেয়ার বাজারে বিনিয়োগকারীদের জন্য শিক্ষামূলক কার্যক্রম - বিএসইসি

2017-03-19 | পুঁজিবাজার সংক্রান্ত সিদ্ধান্ত/বক্তব্য দেয়ার ক্ষেত্রে বিএসইসির সাথে আলোচনা, পরামর্শ ও সমন্বয় প্রসঙ্গে

পুঁজিবাজার সংক্রান্ত সিদ্ধান্ত/বক্তব্য দেয়ার ক্ষেত্রে বিএসইসির সাথে আলোচনা, পরামর্শ ও সমন্বয় প্রসঙ্গে


Welcome

UCB Capital Management Limited has emerged as one of the esteemed stock broker in Bangladesh Capital Market. It is a subsidiary of United Commercial Bank Limited, a renowned market leading commercial bank of the country was incorporated in Bangladesh as a company with limited liability on November 20, 2007 under the Companies Act 1994.

About us

  • Company Profile
  • Mission, Vision & Core Value
  • Career
  • Rules & Regulations

Contact Us

Head Office
6, Dilkusha C/A (1 st Floor), Dhaka 1000
Dhaka-1000 Bangladesh
Tel: (+880 2) 9558481, 9558448
Fax: (+880 2) 47119220

2018 © UCB Capital Management Ltd.All Rights Reserved. | Sitemap | Career | Webmail

  • Developed & maintained by Datacraft

CLIENT LOGIN

If you have an account with us, please login.

Forget Your Password ? Click Here